Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

প্রকল্পসমূহ:
৬৪ টি জেলায় ২০০১ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ২০০১ টি "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। যার আওতায় অত্র উপজেলার তিন (০৩) টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে, যথা-

ক. দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,

খ. হাজী মাধ্যমিক বিদ্যাপীঠ, ও

গ. মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

উক্ত প্রকল্পের আওতায় আরো ৮০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" স্থাপন করা হচ্ছে। যার আওতায় অত্র উপজেলার তিন (০২) টি মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত ল্যাব স্থাপন করা হচ্ছে; যথা-

ঘ. এল,এস,জে,এন ইউনিয়ন ইনস্টিটিউশন ও

ঙ. লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

উক্ত প্রকল্পের আওতায় আরো ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ "শেখ রাসেল ডিজিটাল ক্লাসরুম" স্থাপন করা হচ্ছে। যার আওতায় নড়াইল জেলায় এক (০১) টি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ক্লাসরুম স্থাপন করা হচ্ছে; যথা-

চ. লোহা্গড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।