Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কীভাবে যাবেন

নড়াইল জেলা সদর হতে লোহাগড়া উপজেলা সদরের দূরত্ব ১৫ কিমি।

সড়ক পথে-

ঢাকা হতে লোহাগড়া হয়ে নড়াইল পর্যন্ত সরাসরি (দৌলতদিয়া হয়ে) বাস চলাচল করে।  সময় লাগে ৬/৭ ঘন্টা।

এছাড়া ঢাকা থেকে সড়ক পথে বাসে মাওয়াঘাট এসে পদ্মা নদী ফেরী/ লঞ্চ/ স্পীডবোট পার হয়ে ঢাকা-নড়াইল খান জাহান আলী পরিবহন এর মাধ্যমে লোহাগড়া উপজেলা সদরে পৌছানো যায়। তাছাড়া মাওয়া ঘাট থেকে মাইক্রোবাস যোগে কালনা ফেরীঘাট পর্যন্ত পৌঁছিয়ে ফেরী অথবা ট্রলারে মধুমতি নদী পার হয়ে বাস/ অটো/ মটরসাইকেল যোগে মাত্র ১০ মিনিটের পথ অতিক্রম করলেই মেইন রোডের বাম দিকে লোহাগড়া উপজেলা পরিষদ। এছাড়া মাওয়া ঘাট হয়ে লোহাগড়ার দূরত্ব ১২০ কি.মি, সরাসরি যোগাযোগ সময় ৪/৫ ঘন্টা।

রেলপথে-

লোহাগড়া উপজেলার সাথে কোন রেল যোগাযোগ মাধ্যম নাই। তবে রেল পথে ঢাকার কমলাপুর স্টেশন থেকে যশোরের উদ্দেশ্যে প্রতিদিন ট্রেন চলাচল করে।

যশোরে পৌছানোর পর সড়ক পথে যশোর থেকে লোহাগড়া উপজেলার দূরত্ব ৫১ কি.মি। সময় লাগে ২.০০ ঘন্টা।

বিমান পথে-

লোহাগড়া উপজেলার সাথে কোন বিমান যোগাযোগ মাধ্যম নাই। তবে ঢাকা থেকে প্রতিদিন বিমান যশোরে যাওয়া আসা করে।

যশোরে পৌছানোর পর সড়ক পথে যশোর থেকে লোহাগড়া উপজেলার দূরত্ব ৫৪ কি.মি। সময় লাগে ২.০০ ঘন্টা।