জেলা সদর হতে:-
নড়াইল জেলা সদর হতে লোহাগড়া উপজেলা সদরের দূরত্ব ১৫ কিলোমিটার। রেল/ বাস/ সিএনজি/ ইজি বাইকে করে আসা যায়। সময় লাগে ০.৩০-১.০০ ঘন্টা।
বিভাগীয় শহর হতে:-
বিভাগীয় শহর খুলনা হতে লোহাগড়া উপজেলা সদরে রেল/ বাস যোগে আসা যায়। সময় লাগে ১.৩০/ ৩.০০-৪.০০ ঘন্টা।
রাজধানী ঢাকা হতে:-
(১) সড়ক পথে-
ঢাকা হতে লোহাগড়া পর্যন্ত সরাসরি (পদ্মা সেতু হয়ে) বাস চলাচল করে। সময় লাগে ২.৩০-৩.০০ ঘন্টা।
(২) রেল পথে-
রেল পথে ঢাকার কমলাপুর স্টেশন থেকে লোহাগড়া আসা যায়।
(৩) আকাশ পখে
লোহাগড়া উপজেলার সাথে সরাসরি বিমান যোগাযোগ নাই। তবে ঢাকা থেকে প্রতিদিন বিমান যশোরে যাওয়া আসা করে।
যশোরে পৌছানোর পর সড়ক পথে যশোর থেকে লোহাগড়া উপজেলার দূরত্ব ৫৪ কি.মি। সময় লাগে ২.০০ ঘন্টা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস